RG Kar Case : মেয়ের মৃত্যুর বিচার চাইতে PM মোদীর সঙ্গে দেখা করতে চান নির্যাতিতার বাবা-মা, যাচ্ছেন দিল্লি

খুব শিগগিরই দিল্লি যাবেন আর জি কর কাণ্ডে মৃতার বাবা-মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

Advertisement
মেয়ের মৃত্যুর বিচার চাইতে PM মোদীর সঙ্গে দেখা করতে চান নির্যাতিতার বাবা-মা, যাচ্ছেন দিল্লি RG Kar Case
হাইলাইটস
  • খুব শিগগিরই দিল্লি যাবেন আর জি কর কাণ্ডে মৃতার বাবা-মা
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁদের

সিবিআই ও পুলিশের তদন্তে খুশি নন। একমাত্র সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করা নিয়ে প্রশ্নও তুলেছিলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা-মা। এবার তাঁরা সাক্ষাৎ করতে চাইছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।   

খুব শিগগিরই দিল্লি যাবেন আর জি কর কাণ্ডে মৃতার বাবা-মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁদের। নির্যাতিতার বাবা-মা জানান, তাঁরা ন্যায়বিচার পাননি। সিবিআই-এর তদন্তেও তাঁরা সন্তুষ্ট নন। সেজন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মেয়ের বিচার চাইবেন। 

নির্যাতিতার বাবা ইন্ডিয়া টুডে-কে বলেন, 'গত ৭ মাসে যে তদন্ত হয়েছে তাতে আমরা খুশি নই। তদন্তে কোনও অগ্রগতি দেখিনি। কোনও আপডেট পাইনি। এমনকি আমাদের CFSL এবং DNA রিপোর্টও দেওয়া হয়নি। আমরা নিশ্চিত নই, আমাদের সঙ্গে সব তথ্য শেয়ার করা হয়েছে কি না। মেয়ের মর্মান্তিক মৃত্যুর বিচার চাইতে দিল্লি যাচ্ছি। আমরা CBI ডিরেক্টরকে মেল করেছি। তাঁর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু এখনও কোনও উত্তর পাইনি।' তিনি আরও জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যও তাঁরা সময় চেয়েছেন।  

এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই সোমবার শিয়ালদা আদালতে তাদের তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করেছে। জানা যায়, সিবিআই একজন আইনজীবীকে মামলা লড়ার জন্য খুব শিগগিরই আদালতে দাঁড় করাবে। তাদের তরফে পেশ করা সেই রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্পষ্ট জানিয়েছে, বাজেয়াপ্ত করা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ড তারা এখনই ফেরত দেবে না। কারণ, তদন্তের অগ্রগতিতে এই সিম কার্ড খুব গুরুত্বপূর্ণ। তাদের তরফে এও জানানো হয়েছে, খুব দ্রুত এই মামলার অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। 

প্রসঙ্গত, আরজি কর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সিবিআই। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে। ১৮ জানুয়ারি আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে। এরপর ২০ জানুয়ারি তার শাস্তি ঘোষণা করা হয়।

Advertisement

POST A COMMENT
Advertisement