ইউটিউবার রোদ্দুর রায়ের জামিনের আবেদন নাকচ। এদিন ব্যাংকশাল আদালতে রোদ্দুরের জোড়া মামলার শুনানি ছিল। তার মধ্যে হেয়ার স্ট্রিট থানার করা মামলায় ২০ জুন পর্যন্ত রোদ্দুর রায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
তবে এই বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে বটতলা থানার পুলিশ। সেই মামলাতে রোদ্দুর রায়কে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ তাঁকে পুলিশি হেফাজতেই থাকতে হবে।
আরও পড়ুন : কেন দাড়ি কাটেন না অরিজিৎ সিং? কারণ শুনলে চমকে যাবেন
প্রসঙ্গত, হেয়ার স্ট্রিট থানার রোদ্দুর রায়ের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল তার ভিত্তিতেই তাঁকে গোয়া থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগেই সেই মামলায় রোদ্দুরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। আর সেই মেয়াদ শেষে এদিন ফের তাঁকে তোলা হয় ব্যাংকশাল কোর্টে।
আদালত সূত্রে খবর, রোদ্দুর রায়ের বিরুদ্ধে বটতলা থানাতেও ২০২০ সালে একটি মামলা দায়ের হয়েছিল। অভিযোগকারীর দাবি, ২০২০ সালে একচি ভিডিও পোস্ট করেছিলেন রোদ্দুর রায়। সেখানে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন। সেই প্রেক্ষিতেই নতুন মামলা দায়র হয়। আর সেই মামলাতেই বিচারক ৭ দিনের জন্য রোদ্দুর রায়কে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন : কেন দাড়ি কাটেন না অরিজিৎ সিং? কারণ শুনলে চমকে যাবেন
এদিনের মামলায় শুনানিতে রোদ্দুর রায়ের আইনজীবীরা জানান, তাঁদের মক্কেল সব শর্ত মানতে রাজি আছেন। আদালতের অনুমতি ছাড়া যাবেন না বিদেশে। তবে বিচারপতি রোদ্দুর রায়ের জামিনের আবেদন নাকচ করে দেন।