Measles and Rubella Vaccination : রাজ্যে রুবেলা ভাইরাসের ভ্যাকসিনেশন চালু, কী এই রোগ-কাদের ঝুঁকি ?

আজ, সোমবার থেকে কলকাতায় শুরু হল রুবেলা ভাইরাসের টিকাকরণ। চেতলার একটি স্কুলে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কর্মসূচীটির উদ্বোধন করেন। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাম, রুবেলা এই পরিস্থিতিতে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে  ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হাম–রুবেলা টিকাকরণ কর্মসূচি। কলকাতায় পুরসভার তরফে এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে। শহরের সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে এই প্রতিষেধক দেওয়া হবে।

Advertisement
রাজ্যে রুবেলা ভাইরাসের ভ্যাকসিনেশন চালু, কী এই রোগ-কাদের ঝুঁকি ?রুবেলার ভ্যাকসিন কর্মসুচীতে মেয়র ফিরহাদ হাকিম।
হাইলাইটস
  • আজ, সোমবার থেকে কলকাতায় শুরু হল রুবেলা ভাইরাসের টিকাকরণ।
  • চেতলার একটি স্কুলে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কর্মসূচীটির উদ্বোধন করেন।

আজ, সোমবার থেকে কলকাতায় শুরু হল রুবেলা ভাইরাসের টিকাকরণ। চেতলার একটি স্কুলে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কর্মসূচীটির উদ্বোধন করেন। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাম, রুবেলা এই পরিস্থিতিতে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে  ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হাম–রুবেলা টিকাকরণ কর্মসূচি। কলকাতায় পুরসভার তরফে এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে। শহরের সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে এই প্রতিষেধক দেওয়া হবে।

প্রথমের দিকে টিকাকরণ নিয়ে অনেক স্কুলই আপত্তির কথা জানিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের টিকাকরণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ। টিকাকরণ চলার সময় স্কুলের পঠনপাঠনে কোনও সমস্যা হবে না বলেই জানা গিয়েছে। স্কুলগুলিতে সে ক্ষেত্রে পঠনপাঠন এবং টিকাকরণ দুটোই একসঙ্গে চলবে।

বেলতলা গার্লস হাইস্কুল, যাদবপুর বিদ্যাপীঠ, মিত্র ইনস্টিটিউট প্রভৃতি স্কুলে টিকাকরণ এবং পঠনপাঠন একসঙ্গেই চলবে।বেলতলা গার্লস হাইস্কুলে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১২০০–এর মতো পড়ুয়া রয়েছে। এই সমস্ত পড়ুয়াদের ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিষেদক দেওয়া হবে। আবার মিত্র ইনস্টিটিউট, যোধপুর পার্ক বয়েজ স্কুলেও ৯ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত টিকা দেওয়া হবে। 

চিকিৎসকরা জানিয়েছেন, এই ভ্যাকসিন ভীষণভাবেই প্রয়োজন। এক চিকিৎসকের কথায়, বিশ্বে প্রতিবছর রুবেলায় ২.৭ মিলিয়ন বাচ্চা আক্রান্ত হয়। ৪০ হাজার মৃত্যু হয়। তবে এটা আটকানো যায়। তবে আমরা এখনও এটা নির্মূল করতে পারিনি। মাথা থেকে পা পর্যন্ত এই রোগের কারণে সমস্যা হতে পারে। মায়ের রুবেলা হলে বাচ্চার অনেক সমস্যা হয়। তাই আগেই ওই ভ্যাকসিন নেওয়া জরুরী। কিছু মানুষ ভাবে সুস্থ্য থাকলে কেন নেব। কিন্তু আগেই নিতে হবে। টিকাকরণের জন্যই এখন পক্স, পোলিও হয়না।

 এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এম আর ভ্যাকসিন মিজেলস রুবেলা। ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত বাচ্চাদের দেওয়া হবে। আগেও দেওয়া হত। যারা টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে পারবেন না, তাঁদের জন্য চালু হল। স্কুলে স্কুলে দেওয়া হবে। হাম বা রুবেলা খুব সিরিয়াস না। দুকোটি ৩৩ লক্ষ বাচ্চাকে দেওয়া হবে। সবাইকে আহ্বান করছি। চিকিৎসকরা উৎসাহ দিন। যাতে সবাই ভ্যাকসিন নেয়। আমরাও সব জায়গায় প্রচার করব। 

Advertisement

আরও পড়ুন-বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট, বাড়ির কাছে পোস্টারও;উত্তাল হাইকোর্ট

 

POST A COMMENT
Advertisement