এবার ১ লাখ ৩০ হাজার সাইকেল দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, ১ লাখ ৩০ হাজার সাইকেল দেওয়া হবে। সবুজ সাথী প্রকল্পের অষ্টম পর্যায়ে এই সাইকেল বিতরণ করা হবে। সাগরদিঘির সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, সবুজ সাথী সাইকেল দেওয়ার অষ্টম পর্যায় শুরু হল। সাগরদিঘির সভা থেকে ৫ হাজার ও মুর্শিদাবাদ জেলায় ৩০ হাজার সাইকেল দেওয়া হচ্ছে। জেলায় মোট ১ লাখ ৩০ হাজার ছাত্র-ছাত্রী সাইকেল পাবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই সাইকেল বিতরণ আজ অর্থাৎ সোমবার থেকেই শুরু হবে। এই সাইকেল দেওয়া প্রক্রিয়া চলবে। অর্থাৎ এই ঘোষণা মুর্শিদাবাদ জেলার জন্য। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ইতিমধ্যেই সাইকেল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন : সরকারি কর্মীদের জন্য বড় খবর, ডিএ মামলার চূড়ান্ত শুনানির দিন ঘোষণা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, দুয়ারে সরকারে পঞ্চম পর্যায়ের ৭ হাজারের বেশি আবেদনকারীকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে। সেই চেক ব্যাঙ্কে ইতিমধ্যেই পৌঁছে গেছে। এছাড়াও মুরগির বাচ্চা, জমির পাট্টা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা সহ নানা প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
এই সব ঘোষণা ছাড়াও এদিন সাগরদিঘির অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা নিয়ে মুখ খোলেন। সেই ইস্যুতে বলেন, 'মনে রাখবেন জাকির একজন বিড়ি শিল্পপতি। ২০ হাজার শ্রমিক কাজ করে। তাদের মাইনে কি ব্য়াঙ্কে দেবে? তোমরা সেটা চোখে দেখো না। কতজনের কাছে অ্যাকাউন্ট আছে ? কটা গ্রামে আছে ব্যাঙ্ক ?'
মুখ্যমন্ত্রী আরও বলেন, জাকির একজন ভালো মানুষ। ওকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল। আমার দুর্ভাগ্য কোনও একজনকে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে। তিনি লাইন করে এখানে কোন লোকটা শক্তিশালী, তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছ সব। আমি বলি কারও বাড়িতে পাঠানোর আগে নিজের বাাড়িতে আগে সার্চ করান। ইডিকে দিয়ে করান। ইনকাম ট্যাক্সকে দিয়ে করান। তারপর তৃণমূলের লোকেদের বাড়িতে করবেন।'