Haridebpur Electrocutedp: জমা জলে মৃ্ত্যুফাঁদ, হরিদেবপুরে ল্যাম্পপোস্টে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট স্কুল ছাত্র

দুর্ঘটনার সময় একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জলেই হাঁটছে নীতীশ। হাতে একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ। সরু গলির দুপাশে বাড়ি। ক্ষণিকেই রাস্তার জমা জলে পড়ে ছটফট করছে নীতীশ।

Advertisement
জমা জলে মৃ্ত্যুফাঁদ, হরিদেবপুরে ল্যাম্পপোস্টে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট ছাত্রজলমগ্ন রাস্তায় হাঁটছিল স্কুল পড়ুয়া। ল্যাম্পপোস্টে হাত দিতেই তড়িদাহত।
হাইলাইটস
  • ব্রজমণি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নীতীশ।
  • ল্যাম্পপোস্টে হাত দিয়ে রাস্তা পার যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয় নীতীশ।

জলমগ্ন রাস্তায় হাঁটছিল স্কুল পড়ুয়া। ল্যাম্পপোস্টে হাত দিতেই তড়িদাহত। ঘটনাস্থলেই মারা গেল ষষ্ঠ শ্রেণির ছাত্র নীতীশ যাদব। বিদ্যাসাগর হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাটি হরিদেবপুরের।    

রবিবার সন্ধে ৭টা নাগাদ হরিদেবপুরে জলমগ্ন রাস্তা দিয়ে হাঁটছিল নীতীশ যাদব। পোস্টে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয় সে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৩৪/বি হাফিজ মহম্মদ ইস্তাক রোড যাচ্ছিল নীতীশ। তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ব্রজমণি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নীতীশ। রবিবার শিক্ষিকার বাড়িতে পুজোর প্রসাদ নিয়ে যাচ্ছিল সে। বৃষ্টিতে পাড়ার রাস্তায় জল জমে ছিল। ল্যাম্পপোস্টে হাত দিয়ে রাস্তা পার যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয় নীতীশ। জলমগ্ন রাস্তার উপর পড়ে যায়। সেই সময় এলাকাবাসীরা কেউ নীতীশকে উদ্ধার করতে পারেননি। পরে বিদ্যুৎবিচ্ছিন্ন করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এলাকাবাসীর দাবি, অল্প বৃষ্টিতেই এখান জল জমে যায়।    

দুর্ঘটনার সময় একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জলেই হাঁটছে নীতীশ। হাতে একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ। সরু গলির দুপাশে বাড়ি। ক্ষণিকেই রাস্তার জমা জলে পড়ে ছটফট করছে নীতীশ। ওই দৃশ্য দেখে স্থানীয় এক মহিলা ১০০ নম্বর ডায়াল করেন। 

আরও পড়ুন- মমতার ধাক্কায় বাংলায় ক্ষতি বিজেপির, পুষিয়ে দিলেন যোগী

 

POST A COMMENT
Advertisement