scorecardresearch
 

শুভাপ্রসন্নকে বিজেপি-তে চান অগ্নিমিত্রা, 'ফ্যাশন শো-তে যাব', পাল্টা চিত্রশিল্পী

চিত্রকর শুভাপ্রসন্নকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিধায়ক ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। শুক্রবার বিধানসভায় অগ্নিমিত্রা বলেন, দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের নেতারা যেভাবে ওকে নোংরা ভাষায় আক্রমণ করছেন, তাতে ওনার এখনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত।

Advertisement
ছবি-ফেসবুক ছবি-ফেসবুক
হাইলাইটস
  • চিত্রকর শুভাপ্রসন্নকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিধায়ক ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।
  • শুক্রবার বিধানসভায় অগ্নিমিত্রা বলেন, দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের নেতারা যেভাবে ওকে নোংরা ভাষায় আক্রমণ করছেন, তাতে ওনার এখনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত।

চিত্রকর শুভাপ্রসন্নকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিধায়ক ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। শুক্রবার বিধানসভায় অগ্নিমিত্রা বলেন, দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের নেতারা যেভাবে ওকে নোংরা ভাষায় আক্রমণ করছেন, তাতে ওনার এখনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত।

বিষয়টিতে শুভাপ্রসন্ন শনিবার 'আজতক বাংলা'কে বলেন, 'অগ্নিমিত্রার প্রস্তাবের জবাবে আমি কিছু বলব না। তবে ও ওঁর ফ্যাশন শোয়ে ডাকলে আমি যাব।'

অগ্নিমিত্রা পাল 'আজতক বাংলা'কে বলেন, 'শুভাপ্রসন্নর বক্তব্যের সঙ্গে আমি একমত। উনি ঠিকই বলেছেন। ওঁকে যেভাবে অপমান করা হচ্ছে, একজন শিল্পী হিসেবে আমার খারাপ লাগছে। আমি ব্যক্তিগতভাবে চাই শুভাপ্রসন্ন বিজেপিতে যোগ দিন। তবে বিষয়টিতে দল সিদ্ধান্ত নিতে পারবে। তবে উনি যোগ দিলে আমি খুশি হব। ওঁর শিরদাঁড়াটা এখনও সোজা আছে।'

উল্লেখ্য, ভাষা দিবসে বাংলা ভাষার শুদ্ধতা বজায় রাখা নিয়ে কিছু মন্তব্য করেছিলেন শুভাপ্রসন্ন। বাংলায়  পানি, দাওয়াতের মতো শব্দের ব্যবহার ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। শুভাপ্রসন্নর কথায় কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই শুভাপ্রসন্নর মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'মানুষ যে ভাষায় কথা বলে সেটাই ঠিক। বাংলা ভাষা এত ঠুনকো নয়। বাংলা ভাষায় যত নতুন নতুন ভাষার প্রবেশ ঘটবে,বাংলা ভাষা ততই সমৃদ্ধ হবে।'

অন্যদিকে, ভাষা দিবসের পরের দিনেও, নিজের সিদ্ধান্তে অনঢ় থেকে শুভাপ্রসন্ন বলেন, তিনি যা বলেছেন সেটাই ঠিক। এর পরেই শুভাপ্রসন্ন সম্পর্কে শাসক দল কড়া মনেভাব নিতে শুরু করে। শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ  সরসরি শুভাপ্রসন্নর অতীতকে তুলে ধরে আক্রমণ শুরু করেন। 

আরও পড়ুন-কুণালের কটাক্ষ, 'জমি না পদ লাগবে?', শুভাপ্রসন্ন বলছেন, 'ওর তো কোনও কাজ নেই'

Advertisement

 

Advertisement