এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় এবার গুগলকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারীদের দাবি,পর্ষদের নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। এবং যাঁদের থেকে চাকরির বিনিময়ে টাকা নেওয়া হয়েছিল, তাদের নাম নকল ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছিল। সেই ওয়েবসাইট সংক্রান্ত তথ্য জানতেই সিবিআই গুগলকে চিঠি পাঠিয়েছে বলে সূত্রের খবর।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই ভুয়ো ওয়েবসাইটে নাম দেখিয়ে প্রতারণা করা হত। ওরকমই দুটি ওয়েবসাইটের বিস্তারিত তথ্য জানতে চেয়ে গুগলকে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে, ইডির দাবি, পুরসভায় চাকরি দেওয়ার নামে ১২ কোটি টাকা তুলেছিল অয়ন শীল। একটি হার্ডডিস্কে সেই ১২ কোটির হিসেব মিলেছে।
অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে হার্ডডিস্কটি বাজেয়াপ্ত করেছে ইডি। সেখানে নাম এবং টাকার অঙ্ক লেখা আছে বলে দাবি ইডি-র। কোন পুরসভায়, কত টাকা নিয়ে কীভাবে চাকরি হয়েছে তাও লেখা আছে বলে দাবি ইডি-র। ইডি-র দাবি টাকার অঙ্ক ১০০ কোটিও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পরতে পরতে নতুন তথ্য বেরিয়ে আসছে। কুন্তলকে জেরা করে বেরিয়ে আসছে একের পর এক নতুন নাম। বেরোচ্ছে একাধিক যোগসূত্র। এই দূর্নীতির শিকড় কতদূর ছড়িয়ে, তা বের করতে রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে তদন্তকারীদেরও, এমটাই সূত্রের খবর।
আরও পড়ুন-'যেই সেন্ট্রাল ফোর্স এসেছে ওমনি সব ঠান্ডা হয়ে গেছে,' পঞ্চায়েতেও বাহিনী দাবি দিলীপের