Advertisement

Dilip Ghosh On Panchayat Election: 'যেই সেন্ট্রাল ফোর্স এসেছে ওমনি সব ঠান্ডা হয়ে গেছে,' পঞ্চায়েতেও বাহিনী দাবি দিলীপের

পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। তাঁর বক্তব্য, 'রামনবমীতে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল,গন্ডগোল হতে দিয়েছিল। হনুমান জয়ন্তীতে যেই সেন্ট্রাল ফোর্স এসেছে ওমনি সব ঠান্ডা হয়ে গেছে। সেইজন্য এখানে নির্বাচনও অবশ্যই সেন্ট্রাল ফোর্স দিয়ে হওয়া উচিত। এখানকার পুলিশের হাতে ছেড়ে দিলে নির্বাচন শান্তিপূর্ণ হবে না।'

Dilip Ghosh Demands Central Force in Panchayat Election 2023

Advertisement
POST A COMMENT