scorecardresearch
 

Kuntal Ghosh: 'তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ', বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল

নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের ফাঁস করেছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি অভিযোগ করেছিলেন, চাকরি দেওয়ার নামে ১৯ কোটি টাকা তুলেছেন কুন্তল। তাপসের বয়ানের পর কুন্তলকে জেরা করে ইডি। তার পর গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারির পর কুন্তল অভিযোগ করেছিলেন,'তাপস মণ্ডল আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। ও আমার কাছে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেওয়ার কারণে এই হাল।'

Advertisement
তাপসের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ কুন্তলের। তাপসের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ কুন্তলের।
হাইলাইটস
  • তাপসের সঙ্গে বিজেপির যোগ, বিস্ফোরক কুন্তল।
  • আদালতে সব বলব, জানালেন তৃণমূলের যুব নেতা।

তাপস মণ্ডলের বিরুদ্ধে আগেই ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এবার আরও একধাপ এগিয়ে বিজেপি-যোগের কথা তুললেন। তাঁর দাবি,তাপস মণ্ডলের সঙ্গে রাজ্যের শাসক দলের যোগ রয়েছে।'

শুক্রবার তাপস মণ্ডলের জেলা হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। নগর দায়রা আদালতে নিয়ে যাওয়ার সময় কুন্তল বলেন,'তাপস মণ্ডল বিজেপির সঙ্গে কীভাবে যুক্ত আছেন দেখে নিন।' সাংবাদিকরা জানতে চান, বিজেপি নেতার নাম কী? এ বিষয়ে মুখ খোলেননি কুন্তল। তিনি জানান,'আদালতে সব বলব। অনেক কিছু বলার আছে পরে গিয়ে বলছি।'

নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের ফাঁস করেছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি অভিযোগ করেছিলেন, চাকরি দেওয়ার নামে ১৯ কোটি টাকা তুলেছেন কুন্তল। তাপসের বয়ানের পর কুন্তলকে জেরা করে ইডি। তার পর গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারির পর কুন্তল অভিযোগ করেছিলেন,'তাপস মণ্ডল আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। ও আমার কাছে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেওয়ার কারণে এই হাল।'

সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা কুন্তলের নাম বলেছিলেন বেসরকারি কলেজ সংগঠনের নেতা তাপস। তিনি তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন,৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। সবমিলিয়ে ১৯ কোটি টাকা তুলেছিলেন।

কুন্তলের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তাপস মণ্ডল। তিনি বলেছিলেন,'চাকরির জন্য আমার ছাত্র এবং পরিচিত লোকেদের কাছ থেকে টাকা নিয়েছিল কুন্তল। সেই প্রমাণ আমি সিবিআই ও ইডির কাছে দিয়েছি। টাকা ফেরতের জন্য ক্রমাগত চাপ দিয়েছি। বার বার টাকা ফেরত দিতে বলেছি। ওর বাড়িতে যাঁরা ধর্না দিতেন, তাঁরা এসে আমার কাছে বলতেন। দীর্ঘ দিন ধরে টাকা ফেরতের জন্য চাপ তৈরি করেছি। এটা কি অন্যায়?'

Advertisement

কুন্তলকে ধাপে ধাপে টাকা ফেরতের প্রস্তাব দিয়েছিলেন বলেও দাবি করেন তাপস। ৫০ লক্ষ ঘুষ নয় বরং ১ কোটি টাকা ফেরত চান। তিনি বলেছিলেন,'আমি কেন ষড়যন্ত্র করব! কোনও ব্যক্তিগত শত্রুতা তো নেই। টাকা নিয়েছিলে ফেরত দাও। এটাই বলেছিলাম ওকে। আমি বলেছিলাম, তুমি ধাপে ধাপে টাকা ফেরত দাও। ৫০ লক্ষ কেন, আমি তো বলেছিলাম ১ কোটি টাকা দাও। পরে আবার দাও। ও এতগুলো টাকা নিয়ে বসে আছে। টাকার জন্য চাপ দেওয়ায় আমাকে এড়িয়ে চলত।'

আরও পড়ুন- প্রাথমিক তদন্ত থেকে CBI অফিসারকে বাদের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 

Advertisement