গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে (daughter) সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) ফের দিল্লিতে তলব করল ইডি (ED)। সূত্রের খবর আগামী সপ্তাহে সুকন্যাকে দিল্লির ইডি সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।এর আগেও সুকন্যাকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি যাননি। গত সপ্তাহে ফের তাঁকে তলব করা হয়। দ্বিতীয়বারও হাজিরা এড়ান অনুব্রত-কন্যা।
গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। অনুব্রতের মেয়ে সুকন্যাকে গত মার্চ মাসেও এক বার তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা এড়ান। প্রথম বার আইনজীবী মারফত চিঠি দিয়ে তিনি আর কিছু দিন সময় চেয়েছিলেন। দ্বিতীয় বার ইডির নোটিসের পরও সাড়া মেলেনি কেষ্ট-কন্যার।
জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। সেইসঙ্গে নতুন করে কিছু সম্পত্তিরও হদিশ পেয়েছেন ইডি অফিসারেরা। যার সবেতেই সুকন্যার নাম রয়েছে। সেসব নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই কেষ্ট-কন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত বছর অগস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারা দাবি করে, বিপুল সম্পত্তি সম্পর্কে কেষ্ট-কন্যার কাছে প্রশ্ন করা হয়। ইডি সূত্রে খবর, ওই কারণেই অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হয়েছে।
আরও পড়ুন-BJP যোগের ২৪ ঘণ্টার মধ্যেই মতবদল, ১ কিমি দণ্ডি কেটে তৃণমূলে ফিরলেন ৩ মহিলা