কুন্তল ঘোষের চিঠি নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। রবিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল।
হাইকোর্টের পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগ তুলেছিলেন কুন্তল। তাঁর অভিযোগ, তাঁকে দিয়ে জোর করে একাধিক ব্যক্তির নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে সিবিআই। কুন্তলের দাবি, কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
ঘটনাচক্রে অভিষেক ঠিক তার আগের দিনই শহিদ মিনারে দাঁড়িয়ে এই একই কথা দাবি করেছিলেন। পরেরদিন কুন্তলের গলাতেও সেই সুর শোনা যায়। সাংবাদিকদের সামনে এই দাবি করার পর আলিপুর আদালতের বিচারককে অভিযোগ জানিয়ে চিঠি পাঠান। চিঠির ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণ জানান।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলায় হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।
গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, সারদা মামলায় হেফাজতে থাকার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনাচক্রে, কুন্তলও তার পরে একই অভিযোগ করেন।
আরও পড়ুন-কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়