Kunal Ghosh: 'পুলিশি অভিযান ঠিক হল না,' কৌস্তুভের গ্রেফতারির বিরোধিতায় কুণাল

সজল ঘোষের উদাহরণ নিয়ে কুণাল জানান,'যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল। লাভ হয়েছিল সজলের। মধ্য কলকাতায় একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি। সেদিন পুলিশি অভিযানের ধরণ ছিল ভুল।

Advertisement
'পুলিশি অভিযান ঠিক হল না,' কৌস্তুভের গ্রেফতারির বিরোধিতায় কুণাল কৌস্তুবের গ্রেফতারির বিরোধিতায় কুণাল।
হাইলাইটস
  • কৌস্তুভের গ্রেফতারির বিরোধিতা।
  • মুখ খুললেন কুণাল ঘোষ।

প্রদেশ কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারির বিরোধিতা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার সাত সকালে বারাকপুরের বাড়ি থেকে কৌস্তুভকে গ্রেফতার করা হয়। কুণাল ফেসবুকে লিখেছেন, 'কৌস্তুভ অন্যায় করেছে। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না।' 

এ দিন ফেসবুকে শুরুতেই কুণাল জানিয়ে দিয়েছেন এটা তাঁর ব্যক্তিগত মত। কুণাল লিখেছেন, 'কৌস্তুভ অন্যায় করেছে। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরণের চরম কুৎসা বরদাস্ত করা যায় না। আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না। এতে কৌস্তুভ প্রচার পাবে, বিরোধী শক্তির অশুভ আঁতাতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে, একাংশের মিডিয়ার পক্ষপাতদুষ্ট প্রচারের মুখ হবে, কিছু মানুষের সহানুভূতি পাবে। গ্রেফতারকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তারা।'

সজল ঘোষের উদাহরণ নিয়ে কুণাল জানান,'যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল। লাভ হয়েছিল সজলের। মধ্য কলকাতায় একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি। সেদিন পুলিশি অভিযানের ধরণ ছিল ভুল। আজও আমি কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি। এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে। কৌস্তুভ অন্যায় করেছে। ওর অপরিণত, অসৌজন্যের কথার প্রবণতা আছেই। কিন্তু তার জবাব রাজনৈতিকভাবে আমাদের ছাত্রযুবরা দিতে পারত। পুলিশি অভিযান ঠিক হল না। এর নেতিবাচক প্রভাব পড়বে। সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল।'

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট
কুণাল ঘোষের ফেসবুক পোস্ট

ইতিমধ্যেই কৌস্তভের গ্রেফতারির বিরোধিতা শুরু করেছে বিরোধীরা। কংগ্রেস, সিপিএম তো বটেই বিজেপিও রাজ্য সরকারকে নিশানা করেছে। সাগরদিঘির বিধানসভা ভোটের পর কৌস্তুবের গ্রেফতারি সরকার বিরোধিতায় বড়  হাতিয়ার হয়ে উঠল বিরোধী দলগুলির। পুলিশ সূত্রে খবর, কৌস্তভের মন্তব্যের ভিত্তিতে বড়তলা থানায় লিখিত অভিযোগের কারণেই এই গ্রেফতার। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪A এবং ১২০B ধারায় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করা হয়।  

Advertisement

কৌস্তভের এই গ্রেফতারির পর প্রতিক্রিয়া দিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না। কৌস্তভের পাশে আছি।  তাঁর পরিবারকে রাত ৩টে থেকে ঘিরে রেখেছে পুলিশ। যেন কোনও উগ্রপন্থীকে গ্রেফতার করতে যাচ্ছে। পথে নেমে প্রতিবাদ করবে কংগ্রেস। '

আরও পড়ুন- অবশেষে জেলমুক্তি নওশাদের, বললেন,'কৌস্তুভ বাগচীর পাশে আছি'

POST A COMMENT
Advertisement