তাপমাত্রার বিশেষ হেরফের হল না। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে (Republic Day) শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার তাপমাত্রা রইল মোটামুটি সোমবারের মতোই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। পাশাপাশি এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। তবে বিগত কয়েক দিনের মতো এদিনও সকালের দিকে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা, এবং পরের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
এই শীতের মরশুমে মোটামুটি পুরোটাই তাপমাত্রার ব্যাপক উত্থানপতনের সাক্ষী থেকেছেন বঙ্গবাসী। জানুয়ারিতে পারদের সেই ওঠাপড়া বিশেষ ভাবে অনুভূত হয়েছে। জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন শীতের কামড় থাকলেও আচমকাই চড়তে শুরু করে তাপমাত্রার পারদ। একটা সময় তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। পরিস্থিত এমনই দাঁড়ায় যে শীত বঙ্গে আর ফিরবে কি না সেই প্রশ্নও উঠতে করে। তারই মাঝে পৌষ সংক্রান্তির আগে ফের নামতে শুরু করে পারদ। তবে তাও দীর্ঘস্থায়ী হয়নি। কয়েকদিন পরেই ফের দফায় দফায় ঊর্ধ্বমুখী পারদের গ্রাফ। হাওয়া অফিস জানাচ্ছে আরও কিছুটা চড়তে পারে তাপমাত্রার পারদ।
তবে বঙ্গে তাপমাত্রা উর্ধ্বমুখী হলেও উত্তরভারতে ব্যাটিং চালিয়ে যাচ্ছে শীত। দিল্লি সহ দেশের উত্তরের রাজ্যগুলিতে জারি রয়েছে কনকনে ঠাণ্ডা। এদিন রাজধানীর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে, পুণেতে তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি, আহমেদাবাদে ১৩.৮ ডিগ্রি, হায়দরাবাদে ২০.৬ ডিগ্রি, চেন্নাইতে ২১.২ ডিগ্রি, বেঙ্গালুরুতে ১৬ ডিগ্রি এবং মুম্বইতে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস।