scorecardresearch
 

Durga Bharat Samman: লক্ষ টাকার পুরস্কার, 'দুর্গা ভারত সম্মান' চালু করলেন রাজ্যপাল

দুর্গাপুজো উপলক্ষে বিশেষ পুরস্কার চালু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। সারাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য বার্ষিক 'দুর্গা ভারত সম্মান' (Durga Bharat Samman) চালু করার ঘোষণা করেছেন তিনি।

Advertisement
দুর্গা ভারত সম্মান দুর্গা ভারত সম্মান
হাইলাইটস
  • 'দুর্গা ভারত পরম সম্মান' বিজয়ী পাবেন ১ লক্ষ টাকা
  • 'দুর্গা ভারত সম্মান' পুরস্কারের বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা

দুর্গাপুজো উপলক্ষে বিশেষ পুরস্কার চালু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। সারাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য বার্ষিক 'দুর্গা ভারত সম্মান' (Durga Bharat Samman) চালু করার ঘোষণা করেছেন তিনি। মোট তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেগুলি হল-'দুর্গা ভারত পরম সম্মান', 'দুর্গা ভারত সম্মান' এবং 'দুর্গা ভারত পুরস্কার'। রাজভবনের তরফে ইতিমধ্যেই মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে। এটি একটি বার্ষিক অনুষ্ঠান হবে। রাজ্যপাল এই বছর দুর্গাপুজোর সময় এই পুরস্কারগুলি তুলে দেবেন।

শিল্পকলা, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, বাণিজ্য ও শিল্প এবং মেডিসিনে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজভবনের তরফে। এই পুরস্কারগুলি সাহিত্য এবং শিক্ষা, নাগরিক পরিষেবা এবং খেলাধুলার মতো অন্যান্য ক্ষেত্রেও অসাধারণ ব্যক্তিদেরও দেওয়া হবে। দেশের যে কোনও প্রান্তের ব্যক্তি, নাগরিক সমাজ বা প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে পারেন ৷ ইমেলে মনোনয়ন জমা দেওয়া যাবে। সেই মেই আইডি হল-DurgaBharatAwards@gmail.com ।

'দুর্গা ভারত পরম সম্মান' বিজয়ী পাবেন ১ লক্ষ টাকা, 'দুর্গা ভারত সম্মান' পুরস্কারের বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা। আর 'দুর্গা ভারত পুরস্কার' বিজয়ী পাবেন ২৫ হাজার টাকা। এই বছরের শারদ উৎসব শুরু হবে ২০ অক্টোবর থেকে। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে পুজো আয়োজকদের প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে 'বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার' চালু করেছিল।

আরও পড়ুন

যে যে ক্ষেত্রে পুরস্কার দেওয়া হবে

  • শিল্প (সংগীত, চিত্রকলা, ভাস্কর্য, ফটোগ্রাফি, সিনেমা, থিয়েটার, উপজাতীয় শিল্পকলা, লোকশিল্প, অন্য শিল্প ইত্যাদি)
  • সামাজিক কাজ (সমাজ সেবা, দাতব্য সেবা, সম্প্রদায় প্রকল্পে অবদান ইত্যাদি)
  • পাবলিক অ্যাফেয়ার্স (আইন, জনজীবন, ইত্যাদি)
  • বিজ্ঞান ও প্রকৌশল (স্পেস ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন বিজ্ঞান ও সহযোগী বিষয় ইত্যাদি)
  • বাণিজ্য ও শিল্প (ব্যাঙ্কিং, অর্থনৈতিক কার্যকলাপ, ব্যবস্থাপনা, পর্যটনের প্রচার, ব্যবসা ইত্যাদি)
  • মেডিসিন (চিকিৎসা গবেষণা, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, সিধা, অ্যালোপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা ইত্যাদির)
  • সাহিত্য ও শিক্ষা (সাংবাদিকতা, শিক্ষাদান, বই রচনা, সাহিত্য, কবিতা, শিক্ষার প্রচার, সাক্ষরতার প্রচার, শিক্ষা সংস্কার ইত্যাদি)
  • সিভিল সার্ভিস (সরকারি কর্মচারীদের দ্বারা প্রশাসনে পার্থক্য/উৎকর্ষতা সহ)
  • খেলাধুলো (জনপ্রিয় খেলাধুলো, অ্যাথলেটিক্স, অ্যাডভেঞ্চার, পর্বতারোহণ, খেলাধূলার প্রচার, যোগা ইত্যাদি)
  • অন্যান্য (তালিকাভুক্ত নয় অথচ ভারতীয় সংস্কৃতির প্রচার, মানবাধিকার সুরক্ষা, বন্যজীবন সুরক্ষা/সংরক্ষণ ইত্যাদি)

Advertisement

Advertisement