DA Meeting Nabanna Update: 'বৈঠকের নিট ফল জিরো,' নবান্নে DA-মিটিং সেরেই বড় আন্দোলনের হুঁশিয়ারি যৌথ মঞ্চের
ভাস্কর ঘোষ বলেন, 'কেন্দ্রীয় প্রকল্পের টাকা বকেয়া নিয়ে সরকার বলেছে। আমরা বলেছি এর সঙ্গে কর্মচারীদের ডিএ-র সম্পর্ক নেই। স্থায়ী নিয়োগের বিষয়েও কোনও সদর্থক উত্তর দেয়নি সরকারপক্ষ।'
নবান্নে DA-মিটিং - কলকাতা,
- 21 Apr 2023,
- (Updated 25 Apr 2023, 11:19 PM IST)
হাইলাইটস
- ৬ মে মহা মিছিলের ডাক যৌথ মঞ্চের
- বড় আন্দোলনের হুঁশিয়ারি ভাস্কর ঘোষের
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ইস্যুতে নবান্নে হওয়া বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র। আজ বিকেলে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও অর্থসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন যৌথ মঞ্চের প্রতিনিধিরা। সেই বৈঠকের নিট ফল জিরো বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, 'বৈঠকের নিট ফল জিরো। এই রাজ্যের মালকিন যেটা বলেন, ভৃত্যরা সেটাই বলেন। আমাদের দাবি শুনিয়েছি। সরকার বলেছে ফান্ডের সংস্থান হলে তবেই ডিএ দেওয়া হবে।'
ভাস্কর ঘোষ আরও বলেন, 'কেন্দ্রীয় প্রকল্পের টাকা বকেয়া নিয়ে সরকার বলেছে। আমরা বলেছি এর সঙ্গে কর্মচারীদের ডিএ-র সম্পর্ক নেই। স্থায়ী নিয়োগের বিষয়েও কোনও সদর্থক উত্তর দেয়নি সরকারপক্ষ।'
আরও পড়ুন: DA Meeting Nabanna : নবান্নের বৈঠকে আশার আলো, রাজ্য দাবি মানলে কত শতাংশ ডিএ পাবেন শিক্ষক-সরকারি কর্মীরা?
ডিএ নিয়ে জটিলতার জেরে প্রথমে ১৭ এপ্রিলের মধ্য়ে আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসতে হবে। যদিও সেই বৈঠক হয়নি। পরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ১০ দিনের মধ্যে বৈঠক করতে। সেইমতো আজ বিকেল সাড়ে ৪টেয় নবান্নের ১৩ তলায় বৈঠক হয়। এক ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। যদিও তাতে মেলেনি কোনও সমাধান সূত্র।
আজকের বৈঠকে কোনও সমাধান না মেলাতে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। ভাস্কর ঘোষ বলেন, 'কর্মচারীদের সমস্যা মেটানোর কোনও ইচ্ছা নেই সরকারের। মুখ্যসচিব কোনও সদর্থক জবাব দিতে পারেননি। তৃণমূলের সংগঠনের প্রতিনিধিরা এসে ঢুকে পড়লেন। ৬ তারিখ মহামিছিল হবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে হবে। তবে এখনও ঠিক হয়নি। আমাদের মাত্র ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হয়। আগামীদিনে লাগাতার ধর্মঘট হবে। কাল থেকেই মুখ্যমন্ত্রীকে গণচিঠি লেখা শুরু হবে।'