scorecardresearch
 

Arpita Mukherjee: 'আমার অনুপস্থিতিতে টাকা ঢোকানো হয়েছে,' বিস্ফোরক অর্পিতা

আগের দিন পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে থাকা টাকা তাঁর নয়। এবার তাঁর ঘনিষ্ঠও দাবি করলেন, টাকার সঙ্গে তাঁর যোগ নেই।

Advertisement
অর্পিতা মুখোপাধ্যায়- ফাইল ছবি। অর্পিতা মুখোপাধ্যায়- ফাইল ছবি।
হাইলাইটস
  • আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর ডাক্তারি পরীক্ষার জন্য ফের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।
  • পার্থকে সাংবাদিকরা প্রশ্ন করলে এ দিন আর মুখ খোলেননি।

রবিবার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়া-আসার পথে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 'যখের ধন'তাঁর নয়। মঙ্গলবার ইএসআই হাসপাতালে ঢোকার পথে অর্পিতা মুখোপাধ্যায়ও বললেন,'টাকা আমার নয়'।

আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর ডাক্তারি পরীক্ষার জন্য ফের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানে পার্থকে সাংবাদিকরা প্রশ্ন করলে এ দিন আর মুখ খোলেননি। তবে 'টাকা কার?' প্রশ্নে অর্পিতা বলেন,'টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে ঘরে ঢোকানো হয়েছে। আমার অজান্তে হয়েছে।'

ঘটনা হল, ইডি সূত্রের খবর, জেরায় অর্পিতা জানিয়েছিলেন, ওই টাকা তাঁর নয়। সব টাকা পার্থের। তাঁর ফ্ল্যাটে ঢোকার অনুমতিও ছিল না। এবার প্রকাশ্যেই টাকা তাঁর নয় বলে দাবি করলেন অর্পিতা।  

ঘটনায় শাসক দলকে নিশানা করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন,'শুরু থেকে বলছি পাহাড় প্রমাণ দুর্নীতি। শুধু একা পার্থ চট্টোপাধ্যায় দোষী এটা মানুষ মনে করেন না। একা অর্পিতার পক্ষে বিশাল সাম্রাজ্য তৈরি করা সম্ভব নয়। তিনি দাবার ঘুঁটি। গোটা তৃণমূল জড়িত।' তবে অর্পিতার বক্তব্যে কোনও প্রতিক্রিয়া দিতে চাইছেন না কুণাল। তাঁর কথায়,'এনিয়ে দলের অবস্থান স্পষ্ট। মুখ্যমন্ত্রী বাদ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়কে। ব্যাখ্যা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন এই কথা বললে বিবেচনা করা যেত। অর্পিতা বলছেন, তাঁর অজান্তে ঢোকানো হয়েছে। এনিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়।' 
 

আরও পড়ুন- রাজ্যে নতুন ৭ জেলা, এক নজরে কোন কোন জেলা ভাগ হল

 

 

Advertisement