scorecardresearch
 

Suvendu Adhikari: শাহি দরবারে শুভেন্দু, বলে এলেন '১০০জন TMC নেতা-মন্ত্রীর নাম'!

west bengal ssc scam: দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। বৈঠকে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থাকতে পারেন বলে জল্পনা ছিল। যদিও শাহের সঙ্গে বৈঠকে একাই ছিলেন বিরোধী দলনেতা। 

Advertisement
অমিত সকাশে শুভেন্দু। অমিত সকাশে শুভেন্দু।
হাইলাইটস
  • দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক।
  • নিয়োগ দুর্নীতির প্রমাণ জমা দিয়েছেন বলে দাবি বিরোধী দলনেতার।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে ইডি। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি নগদ। এমন আবহেই মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠক থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন,'শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তৃণমূলের ১০০ জন নেতা-মন্ত্রী জড়িত। আরও কড়া ব্যবস্থা নিতে হবে।'   

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে পাওয়া 'যখের ধন' ব্যানার্জি-চ্যাটার্জি 'জয়েন্ট ভেঞ্চার'(যৌথ উদ্যোগ) বলে খোঁচা দিয়েছেন শুভেন্দু। তৃণমূলের আরও নেতা-মন্ত্রী যুক্ত বলেও অভিযোগ করেছেন। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে বলে জানালেন শুভেন্দু। উল্লেখ্য, বৈঠকে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থাকতে পারেন বলে জল্পনা ছিল। যদিও শাহের সঙ্গে বৈঠকে একাই ছিলেন শুভেন্দু। 

শাহকে আরও বহু তৃণমূল নেতা-মন্ত্রীর দুর্নীতি সংক্রান্ত নথি দিয়েছেন বলে জানান শুভেন্দু। তাঁর কথায়, 'স্বাধীনতার পর এত বড় নিয়োগ দুর্নীতি হয়নি। ৭৫ হাজার চাকরির মধ্যে ৫৫ হাজার বিক্রি করে দেওয়া হয়েছে। পার্থ এক জড়িত নন। তাঁর সঙ্গে ব্লকস্তরের নেতারাও যুক্ত। ১০০জন নেতামন্ত্রীর যোগ রয়েছে। ৪ মন্ত্রীর প্যাডের নথিও দিয়েছে। বলেছি, আরও কড়া ব্যবস্থা নিতে হবে।' 

আরও পড়ুন- 'আমার অনুপস্থিতিতে টাকা ঢোকানো হয়েছে,' বিস্ফোরক অর্পিতা

Advertisement