আজ বিধানসভায় রাজ্য বাজেট (West Bengal State Budget 2023) পেশ হবে। বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা চন্দ্রিমা ভট্টাচার্য। দুপুর ২টোয় বিধানসভায় বাজেট পেশ করবেন তিনি। তার আগে দুপুর একটায় বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর ঘরেই ক্যাবিনেট বৈঠকে বাজেট পাশ হবে। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এই বাজেটে নানা প্রকল্পে বিপুল বরাদ্দ করতে পারে রাজ্য সরকার। বিশেষ করে রাজ্য সরকারের নানা সামাজিক প্রকল্পগুলিতে আরও বরাদ্দ বাড়ানো হতে পারে। কোনও সামাজিক প্রকল্পই রাজ্য সরকার বন্ধ করবে বলেই মনে করা হচ্ছে।
তবে, সরকারি কোষাগারের যা অবস্থা, তাতে সামাজিক প্রকল্পগুলিতে বরাদ্দ কতটা বাড়বে সেই নিয়ে প্রশ্ন থাকছেই। গত কয়েক বছরে রাজ্য সরকার নানাবিধ সামাজিক প্রকল্প চালু করেছে। তার মধ্যে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভান্ডার, কৃষকবন্ধু ইত্যাদি। লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের মহিলাদের মাসিক টাকা দেওয়া হয়। এই প্রকল্প মহিলাদের কাছে ভীষণ জনপ্রিয়। তাই এই প্রকল্পে মাসিক আর্থিক সাহায্য বাড়তে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: BBC Income Tax Raid: ১৯ ঘণ্টা ধরে I-T তল্লাশি চলছে BBC অফিসে, স্ক্যানারে ৪ কিওয়ার্ড
এছাড়াও নতুন কয়েকটি প্রকল্পের ঘোষণাও করতে পারেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে সামাজিক কল্যাণ ক্ষেত্রে বরাদ্দ কাটছাঁট করা কার্যত অসম্ভব। কারণ রাজ্যের মহিলা ভোট হাতছাড়া হোক, সেটা কোনওভাবেই চাইবে তৃণমূল কংগ্রেস।
এছাডা়ও আজকের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে কিছু ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর। কারণ ডিএ নিয়ে এবার সরাসরি আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী মাসে এই মামলার শুনানি হবে।