West Bengal Weather Temperature : মার্চেই রেকর্ড গরম একাধিক রাজ্য়ে, বঙ্গেও বাড়বে ?

IMD-র তরফে জানানো হয়েছে, মার্চ মাসের বাকি দিনগুলিতে উত্তর ভারতের আবহাওয়া শুষ্ক থাকবে। লাগাতার বাড়বে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনাও নেই। রাজস্থানের অনেক জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ইতিমধ্যেই ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

Advertisement
মার্চেই রেকর্ড গরম একাধিক রাজ্য়ে, বঙ্গেও বাড়বে তাপমাত্রা ? ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • মার্চেই রেকর্ড গরম একাধিক রাজ্য়ে
  • মুম্বই, দিল্লি ও রাজস্থানে বেড়েই চলেছে তাপমাত্রা
  • পশ্চিমবঙ্গের কী অবস্থা?

রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ দেশের অনেক রাজ্যে গরম বাড়ছে হু হু করে। এপ্রিল মাস শুরু হওয়ার আগেই তাপমাত্রা এতটাই বেড়েছে যে, সকাল থেকেই আদ্রতা ও গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, দিল্লি-সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে এই বছর প্রচণ্ড গরমের প্রকোপ দেখা যাবে। বেশ ভালোরকম গরম অনুভূত হচ্ছে পশ্চিমবঙ্গেও। এখন বঙ্গে তাপমাত্রা প্রায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।  

IMD-র তরফে জানানো হয়েছে, মার্চ মাসের বাকি সময় উত্তর ভারতের আবহাওয়া শুষ্ক থাকবে। লাগাতার বাড়বে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনাও নেই। রাজস্থানের অনেক জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবার উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে গত সপ্তাহ থেকে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণ বাতাসও বইছে। দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানে  স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। 

আরও পড়ুন : একাধিক বিয়ে জামাইয়ের, গাছে বেঁধে মার শ্বশুরবাড়ির সদস্যদের


কেন এত গরম বাড়ছে? আবহাওয়াবিদদের মতে, অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশনের (Anti-cyclonic circulation)-এর জেরে গরম বাড়ছে। Anti-cyclonic circulation বলতে বাতাসের  বিক্ষিপ্ততা বোঝানো হয়। এর ফলে ঘূর্ণিঝড় সঞ্চালনে, একটি নিম্ন-চাপ অঞ্চল তৈরি হয় এবং বায়ু একসঙ্গে বৃদ্ধি পায়। একই সময়, ঘূর্ণিঝড় প্রতিরোধে, একটি উচ্চ-চাপ অঞ্চল তৈরি হয় যেখানে বাতাস ছড়িয়ে যায় এবং নীচের দিকে বইতে শুরু করে।  

Anti-cyclonic-এর মাঝখানে উচ্চ-চাপের কারণে, উপর থেকে নিচ পর্যন্ত একটি শক্তিশালী বায়ু বিস্ফোরণ ঘটে এবং গরম বাতাস নীচে আসে। কম্প্রেশনের কারণে বাতাস গরম হয়ে যায় এবং এর আর্দ্রতাও কম থাকে। উষ্ণ বায়ু উচ্চ-চাপ এলাকা থেকে নিম্ন-চাপের এলাকায় চলে যায়। 

আরও বিহার: কিশোরীকে গণধর্ষণ-খুন, খুবলে নেওয়া হয়েছে চোখও

পশ্চিমবঙ্গে কি গরম বাড়বে আরও ? 

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, প্রতিবছর মার্চে পশ্চিমবঙ্গে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকে। এবারও সেইরকমই আছে। এবারও তাপমাত্রার হেরফের তেমন হয়নি। চলতি মাসে অন্য রাজ্যে গরম বাড়লেও এই রাজ্যে চলতি মাসে গরম প্রায় একই থাকবে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement