গতকাল রাত পর্যন্ত কলকাতা ও তার আশপাশের জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছিল। শহর কলকাতায় বৃষ্টি হয়নি। আকাশ মেঘলা থাকলেও গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। তবে সেই গরম আরও বাড়তে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। বরং তাপমাত্রা আরও বাড়তে পারে। কলকাতা ও তার আশপাশের জেলাগুলির ক্ষেত্রেও তাই। তবে সুখবর উত্তরবঙ্গের ক্ষেত্রে। কারণ, সেখানে বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে যতটা আশা করা হয়েছিল, বৃষ্টি তার থেকে বেশিই হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মধ্যপ্রদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমা বাতাস ঢুকতে শুরু করেছে আমাদের রাজ্যে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে এপ্রিল মাসে যেমন বৃষ্টি হয়, তেমনটা এবার হয়নি। আগামী কয়েকদিনেও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন : কলকাতায় অটো থেকে উদ্ধার বোমা-গুলি; চাঞ্চল্য
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। পশ্চিমের জেলাগুলিতে আবারও ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রা। তবে বীরভূম, নদিয়া ইত্যাদি জেলাগুলিতে কালবৈশাখী হতে পারে।
প্রসঙ্গত, গতকাল মুর্শিদাবাদে কালবৈশাখী হয়েছে। বজ্রাঘাতে ৩ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আশপাশের জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে।