শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবং নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। এবার ধর্মতলায় চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে দেখা গেল অভিনব প্রতিবাদ। ভাইফোঁটার দিন যমপুজো করে প্রতিবাদ জানালেন তাঁরা। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দেওয়ার আবেদনও জানান আন্দোলনকারীরা।
গোটা দুর্গাপুজো কেটে গিয়েছে আন্দোলনে। একইভাবে কেটেছে দীপাবলিও। ব্যতিক্রম দেখা গেল না ভাইফোঁটাতেও। এদিনও আন্দোলনরত অবস্থাতেই দেখা গেল ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীদের। এদিন নিজেদের ধর্নামঞ্চে যমপুজোর আয়োজন করলেন তাঁরা। সেই সংক্রান্ত বিভিন্ন পোস্টারও এদিন দেখা যায় ধর্নামঞ্চে। একটি পোস্টারে দেখা গেল লেখা রয়েছে, 'যমের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের দুয়ারে পড়ল কাঁটা।'
এই অভিনব প্রতিবাদ কেন? এই প্রসঙ্গে দেবাশিস বিশ্বাস নামে এক আন্দোলনকারী জানাচ্ছেন, শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদণ্ড, স্থম্ভ। তাঁরাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক তৈরি করেন। তাঁদের স্বপ্ন ছিল শিক্ষক জগতের সঙ্গে মিশে পড়াবেন। সেই মানসিকতা নিয়েই তাঁরা অনেক গরীব পরিবার থেকে সংগ্রাম করে উঠে এসেছেন। কিন্তু সেই প্যানেল আজ পর্যন্ত প্রকাশিত হল না।
দেবাশিসবাবু আরও বলেন, আজকাল দেখা যাচ্ছে সবই উল্টো। অযোগ্যরা চাকরি করছে, আর তাঁরা বঞ্চিত। আবার ভাইফোঁটায়, একই জায়গায় দুই দিকে বসে, একদল ফোঁটা পাচ্ছে, কিন্তু তাঁরা বঞ্চিত। তাই সেই ভাবনা থেকেই তাঁরা এদিন যম পুজো করে প্রতিবাদ দেখাচ্ছেন। এক্ষেত্রে মাননীয়া মুখ্যমন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধিকে ধর্নামঞ্চে এসে তাঁদের ফোঁটা দেওয়ার আবেদনও জানান আন্দোলনকারীরা।
আরও পড়ুন - এই এক ফলেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস-বাড়বে দৃষ্টিশক্তিও, কীভাবে খাবেন?