CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে মিম, গ্রেফতার নদিয়ার ইউটিউবার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্য নিয়ে অতীতে বহুবার মিমের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে গ্রেফতারির সংখ্যাও কম নয়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মিম বানানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতার গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে নদিয়া জেলার তাহেরপুরে পারুয়া গ্রামের বাড়ি থেকে তুহিন মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

Advertisement
মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে মিম, গ্রেফতার নদিয়ার ইউটিউবার
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রীর ঝালমুড়ি বক্তব্য নিয়ে মিম
  • গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার নদিয়ার যুবক

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্য নিয়ে অতীতে বহুবার মিমের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে গ্রেফতারির সংখ্যাও কম নয়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মিম বানানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতার গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে নদিয়া জেলার তাহেরপুরে পারুয়া গ্রামের বাড়ি থেকে তুহিন মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। 

জানা যাচ্ছে, কলকাতা পুলিশের গুন্ডা দমন ও গোয়েন্দা শাখার আধিকারিকদের পাশাপাশি তারাতলা থানার পুলিশকর্মীরা অভিযান চালিয়ে ৩০ বছর বয়সি তুহিন মণ্ডলকে গ্রেফতার করেছে। অভিযোগ, এই সব মিমের মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে। শুধু তাই নয়, এগুলি মুখ্যমন্ত্রীর পক্ষে অবমাননাকর। 

পুলিশ জানায়, কলকাতার তারাতলার গোরাচাঁদ রোডের বাসিন্দা সাগর দাস নামে এক যুবক গত সোমবার তারাতলা থানায় অভিযোগ করেন, টিকটকের প্রাচেতা, টোটাল ফান বাংলা, রেয়া প্রিয়া, সাগরিকা বর্মন ভ্লগস,লাইফ ইন দুর্গাপুর  ইত্যাদি ইউ টিউব চ্যানেলগুলি মুখ্যমন্ত্রীর বক্তব্য ব্যবহার করে অনেক মিম বানাচ্ছে। সেগুলি সম্প্রচারের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়। 

গোরাচাঁদ রোডের বাসিন্দা সাগর দাসের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলগুলির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয় তদন্তও। মঙ্গলবার যৌথ অভিযান চালানো হয় নদিয়ার রানাঘাট পুলিশ জেলার তাহেরপুরের পারুয়ায়। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবক তুহিনকে। তাঁর মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রসঙ্গত সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  উৎকর্ষ বাংলার মঞ্চে বিকল্প কর্মসংস্থানের পরামর্শ দিয়েছিলেন। তাতে একটি জায়গায় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেছিলেন, পুজোর সময়ে কৌটো নিয়ে বেরোতে। তাতে একটু ছোলা, বাদাম দিয়ে ঝালমুড়ি বানিয়ে নিলে দারুণ বিক্রি হবে। মুখ্যমন্ত্রীর সেই বক্তৃতার অংশবিশেষ কেটে নিয়ে লক্ষ লক্ষ মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে মুখ্যমন্ত্রীর মিম বানানোর ঘটনায় যুবক গ্রেফতার নিয়ে  প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, এতে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement