Advertisement

TMC-21 July: ট্যাবলো সাজিয়ে ধর্মতলার দিকে তৃণমূলকর্মীরা,কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আজ একুশে জুলাই সকাল থেকেই দেখা যাচ্ছে ধর্মতলা একুশে জুলাই এর মঞ্চে বিভিন্ন জায়গা থেকে সমর্থক আসছেন। কাতারে কাতারে মানুষ ভিড় করছেন একুশে জুলাই মঞ্চের সামনে। দিল্লিতে পরিবর্তন চাই এই থিমকে সামনে রেখে ট্যাবলো বানিয়েছে তৃণমূলকর্মীরা। প্রবল উদ্দীপনায় ধর্মতলার দিকে মানুষ। ধর্মতলা চত্বর মুড়ে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায়।

Advertisement
POST A COMMENT