Advertisement

21 July TMC Shahid Diwas Menu: সয়াবিন আলুর তরকারি থেকে ডিম-ভাত, তৃণমূল কর্মীদের মেনু কী কী আছে? VIDEO

রবিবার ধর্মতলা ভাসবে জনপ্লাবনে। একুশে জুলাই রাজ্যের সব প্রান্ত মিশবে ধর্মতলায়। ঐতিহাসিক সমাবেশ নিয়ে এই দাবি তৃণমূলের। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন দলীয় কর্মীরা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের কিচেনে কর্মী-সমর্থকদের জন্য ভাতের সঙ্গে সোয়াবিন-আলুর তরকারি এবং ডিমের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ক্যাম্পেই তৃণমূল কর্মীদের মেনুতে দেখা যাবে ডাল এবং ভাত। তবে মোটামুটি বেশিরভাগ ক্যাম্পেই রাখা হচ্ছে ডিমভাত। এদিন দুপুরের পাশাপাশি রাতেরও খাবারের আয়োজন করা হয়েছে। পরের দিন সকালে ব্রেকফাস্টও দেওয়া হবে তারপরে সভাস্থলে উদ্দেশ্যে রওনা দেবেন কর্মীরা।

Advertisement
POST A COMMENT