Advertisement

VIDEO: এসএসকেএমে শোভন চট্টোপাধ্যায়কে দেখতে এসে বিস্ফোরক বৈশাখী

অসুস্থ শোভন চট্টোপাধ্যায়কে দেখতে হাসপাতালে উপস্থিত বৈশাখী ব্যানার্জি। ওনার অভিযোগ ১০৬ নম্বর ঘরে আটকে রাখা হয়েছে শোভন চ্যাটার্জিকে। তিনি বলেন ১০৬ নম্বর ঘরে আটকে রেখে যে কি লাভ পাচ্ছে রাজ্য সরকার তা তিনি জানেন। CBI এর সমস্ত নথিতে গন্ডগোল। ওনার কি শুধু একটাই ঠিকানা দেওয়া আছে। সেই প্রতিবাদে উনি খাবারও খাচ্ছেন না। উনি অসুস্থ মানুষ ইনসুলিন চলে। পাশাপাশি তিনি প্রশ্ন করেছেন শোভনবাবুকে কেনো থাকতে হবে হাসপাতালের ঘরে যখন সমস্ত ব্যবস্থা বাড়িতেই করা করা রয়েছে।বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন শোভন চট্টোপাধ্যায় কে ঠিক মতন খেতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে তিনি বলেন সিবিআই চক্রান্তের কাছে তিনি মাথা নত করেনি! এখন ও কারুর কাছে মাথা নত করবে না তিনি সমস্ত প্রশাসনিক ক্ষমতা এক লহমায় ছেড়ে দিয়েছেন! তাই তার কাছে কোন কিছুই আটকাবে না তিনি সব ই সহ্য করবেন আইন মোতাবেক।

Advertisement