Advertisement

C V Ananda Bose at SSKM: রিষড়ার ঘটনায় আহতকে দেখতে SSKM-এ রাজ্যপাল, দিলেন আর্থিক সাহায্য

প্রথমে গিয়েছিলেন রিষড়ায়। তারপর সেখান থেকে সরাসরি এসএসকেএম-এ (SSKM) গিয়ে আহতের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রবিবারের পর সোমবারও অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় হুগলির রিষড়ায়। অশান্তিতে আহত বিজয় মালি নামে এক ব্যক্তি ভর্তি রয়েছেন এসএসকেএম-এর ট্রমা সেন্টারে। মঙ্গলবার তাঁকে দেখতে যান রাজ্যপাল। আহতের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) বলেন, "আমি হাসপাতালে এসেছিলাম, আহতের সঙ্গে দেখা করেছি। মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা চলছে। টোকেন হিসেবে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। দুষ্কৃতীদের শাস্তি হবে"। 

Advertisement
POST A COMMENT