আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি। ২০ মার্চ আলিপুর চিড়িয়াখানায় একটি জিরাফ শাবক জন্ম নেয়। শুক্রবার থেকে সেই শাবকটিকে দর্শকদের সামনে আনা হল। এই নিয়ে আলিপুর চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা বেড়ে হল ১১। সাবিত্রী নামে একটি জিরাফ এই শাবকটির জন্ম দিয়েছে।
A giraffe cub was born at Alipore Zoo