scorecardresearch
 
Advertisement

Christmas 2023-Alipore Zoo: উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়, শীতের আমেজে গা ভাসাল কলকাতা

Christmas 2023-Alipore Zoo: উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়, শীতের আমেজে গা ভাসাল কলকাতা

উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায়। হাজার হাজার মানুষ সোমবার সকাল থেকে ভিড় করে চিড়িয়াখানায়। আট থেকে আশি কে না ছিল, সেখানে। সবাই যেন মজলেন বড়দিনের ছুটিতে। রবিবার প্রায় ৭০ হাজার মানুষ এসেছিলেন চিড়িয়াখানায়। তবে সোমবারের যা ভিড় তাতে সেই রেকর্ড ভেঙে যাবে বলেই বিশ্বাস চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

Advertisement