Advertisement

Kolkata Baji Bazar: ময়দানে ফিরল বাজি বাজার, কী মিলছে-দাম কেমন-চলবে কতদিন ?

দীপাবলিতে আলাদা মাত্রা যোগ করে আতসবাজি। কোভিড নিষেধাজ্ঞা কাটিয়ে ফের কলকাতায় শুরু হয়েছে বাজির বাজার। শহীদ মিনার ময়দানে ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে বাজির বাজার চলবে ১২ নভেম্বর পর্যন্ত। পরিবেশের কথা মাথায় রেখেই সবুজ বাজি বিক্রি হচ্ছে সমস্ত দোকানে। এমনটাই দাবি বিক্রেতাদের। বিভিন্ন দামের নতুন ধরনের পরিবেশ বান্ধব বাজি রয়েছে এই বাজারে।

Advertisement
POST A COMMENT