Advertisement

Behala Road Accident Updates: সৌরনীলের মৃত্যুর পর আঁটসাঁট ট্র্যাফিক নিরাপত্তা বেহালায়

সৌরনীলের মৃত্যু রাতারাতি পাল্টে দিল বেহালার ট্রাফিক নিরাপত্তার ছবি। গতকালের দুর্ঘটনার পর আজ বেহালার চৌরাস্তা মোড়ে পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মত। ইতিমধ্যেই বড়িশা হাইস্কুলের সামনে লাগানো হয়েছে ড্রপ গেট, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সাইকেল ও পায়ে হেঁটে যাওয়ার জন্য ব্যারিকেট করে তৈরি করা হয়েছে আলাদা লেন। চলছে চেকিংও, দেখুন সেই ভিডিও।

Behala Road Accident Updates

Advertisement
POST A COMMENT