Advertisement

Firhad Hakim On Dengue Positivity Rate: ‘চুরি না ডাকাতি করেছি যে ডেঙ্গি-তথ্য লুকোব ?’ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা ফিরহাদের

“ডেঙ্গি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি এখানে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে আসেননি। এসেছেন বিজেপি নেতা হয়ে।” এমন মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা কোনও পরিসংখ্যান কেন লুকোতে যাব? ডেঙ্গি হলে কি একা আমাদের দোষ! চুরি করেছি না ডাকাতি করেছি লুকোব কেন ?” তাঁর প্রশ্ন, “সারাদেশে যে ডেঙ্গি হচ্ছে তাহলে এটা কি নরেন্দ্র মোদীর ব্যর্থতা ?”

Firhad Hakim Slams Union Minister of State for Health's Over Dengue Positivity Rate

Advertisement
POST A COMMENT