নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে পার্থর সঙ্গে দূর থেকে তিনি দেখা করেন। অভিযুক্ত পার্থর সঙ্গে লকআপের মধ্যে ঢুকে কথা বলার অনুমতি দেননি পুলিশকর্মীরা। তারপরই দূর থেকেই একসময়ের সহকর্মী পার্থের শরীরের খোঁজ খবর নেন শোভন। প্রায় ১০ মিনিট বাদে পার্থর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে শোভন চট্টোপাধ্যায় বলেন, '৪৫ বছর একসঙ্গে কাজ করেছি। তাই দেখা না করে চলে গেলে ঠিক হত না। কেউ যদি বলে দেখা করাটা অপরাধ, তাহলে আমি বলব দেখা করলে সেটাও অপরাধ হত। পার্থ পরিস্থিতির শিকার।'