Advertisement

Kuntal Ghosh On ED: ফের ED-র বিরুদ্ধে 'যড়যন্ত্রের' অভিযোগ কুন্তলের, কী বক্তব্য?

সুজয়কৃষ্ণ ভদ্রের কাছ থেকে ৭০ লক্ষ টাকা নিয়েছিল কুন্তল ঘোষ, জেরায় এমনটাই স্বীকার করেছেন কুন্তল বলে দাবি করেছে ইডি। যদিও আজ আলিপুর আদালতে পেশ করার আগে ইডি-র এই দাবি অস্বীকার করেছেন কুন্তল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, 'ইডি মিথ্যা কথা বলছে। তদন্তকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। ইডি র যদি ক্ষমতা থাকে তাহলে আমার স্টেটমেন্ট আদালতে পেশ করা হোক।'

'ED is Lying and Misguiding the Investigation', Claimed TMC Leader Kuntal Ghosh

Advertisement
POST A COMMENT