Advertisement

Bengal Vegetables Price Hike: লঙ্কার দামে আগুন ঠেকাতে বাজারে টাস্ক ফোর্স, বিক্রেতাদের হুঁশিয়ারি

রাজ্যে প্রতিদিনই বেড়ে চলেছে সবজির দাম। আর সেই বাজারদর নিয়ন্ত্রণ করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। নবান্নে স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকে কলকাতার বিভিন্ন বাজারে হানা দেয় ইবি ও স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। বিধাননগর পুলিশের অধিকারিকদের সঙ্গে নিয়ে সল্টলেকের বিডি, এবি এসি ব্লক, সিকে মার্কেট সহ বিভিন্ন বাজারে ঘুরে দেখেন আধিকারিকরা। কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। বাজারদর নিয়ন্ত্রণের জন্যে বিক্রেতাদের হুঁশিয়ারি দেন স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে। মঙ্গলবারও কলকাতার বিভিন্ন বাজার পরিদর্শন হবে বলেও জানান রবীন্দ্রনাথ কোলে।

Special Task Force Raid At Verious Market Of Saltlake

Advertisement
POST A COMMENT