বোনেদের হাতে ভাইফোঁটা নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বোনেরা তাদের দাদাকে পছন্দের মিষ্টি সাজিয়ে দেন। দুপুরে আছে ভূড়িভোজ। তবে সেটা হবে দক্ষিণেশ্বরে তাঁর ছোট বোন ক্ষমা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর মেনুতে অবশ্যই থাকছে মন্ত্রীর পছন্দের কষা মাংস আর মিষ্টি।
Bengal Minister Sobhandeb Chattopadhyay Celebrates Bhai Phota 2022