scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: বিরোধী দলনেতার নিরাপত্তা পুলিশ দিতে না পারলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত : দিলীপ

Dilip Ghosh: বিরোধী দলনেতার নিরাপত্তা পুলিশ দিতে না পারলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত : দিলীপ

“বোমা বিস্ফোরণ মানেই হয় টিএমসি নেতার বাড়িতে, বা টিএমসির লোকেরা যুক্ত। সমস্ত দুষ্কৃতীদের পার্টিতে ঢুকানো হয়েছে। তারাই প্রধান, তারাই পঞ্চায়েত, তারাই বিধায়ক, সমস্ত সমাজবিরোধী। এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।” ভগবানপুর বিস্ফোরণের ঘটনায় ফের একবার তৃণমূলকে নিশানা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। পাশাপাশি ডায়মন্ড হারবারের শুভেন্দু অধিকারীর সভায় বাধা প্রসঙ্গেও এদিন কটাক্ষ করে তিনি বলেন, “এটা নতুন কিছু না। বিগত সাত বছর ধরে এ জিনিস দেখে আসছি। ওরা বাঁচার জন্য শক্তি ও গুন্ডামির আশ্রয় নেয়। ওখানে যিনি সভা করতে যাচ্ছেন তিনি বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর সুরক্ষা পুলিশ না দিতে পারলে এখানে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত। এ সরকারের তারপরে এক মিনিটও থাকার অধিকার নেই।”

Dilip Ghosh attacks TMC Over Bhagabanpur Bomb Blast

Advertisement