Advertisement

Dilip Ghosh Slams Abhishek: 'যখন ভয় পায় তখন লোকে চিৎকার করে,' রুজিরাকে ED তলব নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপের

"যত সময় এগোচ্ছে আওয়াজ তত জোরে হচ্ছে। চিৎকার হচ্ছে। বড় বড় কথা বলছে। কেন বলুন তো? যখন ভয় পায় তখন লোকে চিৎকার করে। তাই যত ভয় পাচ্ছে তত চিৎকার বাড়ছে। অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে, সময় চলে আসছে"। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী–সন্তানকে গ্রেফতার করলেও আমি মাথা নত করব না,পারলে আমায় গ্রেফতার করে দেখাক মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন,"সময় চলে এসেছে সবে তো পিসিমণি প্রোগ্রাম ক্যান্সেল করতে শুরু করেছে। ছেলেকে ধরবে, না ছেলের বউকে ধরবে, বুঝতে পারছেন না"।

Dilip Ghosh Slams Abhishek Banerjee

Advertisement
POST A COMMENT