scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: 'তৃণমূলে মুষলপর্ব আগেই চলছিল-সেটা প্রকাশ্যে এল', কটাক্ষ দিলীপের

Dilip Ghosh: 'তৃণমূলে মুষলপর্ব আগেই চলছিল-সেটা প্রকাশ্যে এল', কটাক্ষ দিলীপের

মঙ্গলবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন, কোনো দলের যদি ভাবাদর্শ বা কর্ম পদ্ধতি না থাকে কোনো বড় উদ্দেশ্য না থাকে, তাহলে তা বেশিদিন টেকে না। তৃণমূলের অবস্থা তাই। মানুষ সিপিআইএমের অত্যাচার থেকে বাঁচার হাতিয়ার হিসেবে এদের এনেছিল। কেবল ক্ষমতা এবং টাকা যদি কোনো পার্টির উদ্দেশ্য হয়, তাহলে তার কি পরিনতি হয় আমরা দেখতে পাচ্ছি। মুষল পর্ব আগেই চলছিল। কাল সেটা প্রকাশ্যে এল। নেতাদের সঙ্গে স্বার্থের সম্পর্ক। সেটা ফুরিয়ে গেলেই শেষ। তৃণমূল সিপিএম কংগ্রেস যেই থাকুক, তাতে আমাদের সুবিধা অসুবিধা কিছু নেই। এই দল তো একদিন যাবেই। বিজেপি একটা লক্ষ্য নিয়ে চলে। লক্ষ লক্ষ কর্মী পরিশ্রম করেন। আমরা ভোটে জিতে মানুষ কে উন্নয়ন দিই।

Advertisement