Advertisement

Dilip Ghosh: 'দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না', সন্দেশখালির ঘটনা নিয়ে নুসরতকে কটাক্ষ দিলীপের

'দেব আর দেবী ছাড়া তৃণমূলের গতি নেই। দেব কে নিয়ে এই চলছে। দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দেবীর এলাকা সন্দেশখালি জ্বলছে। মহিলারা ধর্ষিত। অত্যাচারিত। তারা ঝাঁটা লাঠি নিয়ে পুলিশকে তাড়া করছে। দেবী কে খুঁজে পাওয়া যাচ্ছে না।' এখানে দেবী বলতে তিনি সেখানকার তৃণমূল সাংসদ নুসরত জাহানকে কটাক্ষ করেছেন বলেই মনে করছেন অনেকে। দিলীপ আরও বলেন, 'তিনি ডগ ডে চকোলেট ডে নিয়ে মেতে আছেন। এরপর ভ্যালেন্টাইন্স ডে করবেন। এরকম লোক কে মানুষ কেন ভোট দেয় যাদের সামান্য সেনসিটিভিটি নেই। কোনও বিবৃতি নেই। কোনও কথা নেই। একবার ওখানে যাওয়া উচিত ছিল। মহিলাদের এই দুঃখের সময় তাঁকে পাওয়া যাচ্ছে না। এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে।'

Advertisement
POST A COMMENT