Advertisement

Dilip Ghosh: 'ঘরের মধ্যে কীভাবে পড়ে গেলেন-তদন্ত হওয়া উচিত', মমতার সুস্থতা কামনা দিলীপের

শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর সুস্থতা কামনা করি। তবে ঘরের মধ্যে কীভাবে পড়ে গেলেন তা নিয়ে তদন্ত হওয়া উচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে এবং নাকে তাঁর গুরুতর আঘাত লেগেছে। দ্রুততার সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর মোট চারটি সেলাই হয়েছে। কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে। রাতে অবশ্য মুখ্যমন্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই রয়েছেন তিনি।

Advertisement
POST A COMMENT