শনিবার থেকে উদ্বেগে রয়েছেন রাজ্যের মানুষ। গুরুতর অসুস্থ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে রক্তে অক্সিজেনের মাত্রা কমার পাশাপাশি তাঁর শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিয়েছিল। রবিবার সকালে কেমন আছেন তিনি? হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে রজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এখনও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুদ্ধদেব ভট্টাচার্যের সুস্থতা কামনা করেছেন।