Advertisement

Dilip Ghosh:'ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে', মোদী-মমতা সাক্ষাৎ নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের দুই নেতা মদন মিত্র ও ফিরহাদ হাকিমের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'শুরু হয়ে গেছে। দ্বন্দ্ব কী বলছেন। মল্লযুদ্ধ শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ যা বোঝার বুঝে নিক'। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমার প্রশ্ন , যাকে নেমন্তন্ন করলে দিল্লি যায়না, সে হঠাৎ আগ বাড়িয়ে দিল্লি যেতে চাইছে কেন? ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। 

Dilip Ghoshs sarcasm on cm Mamata Banerjee's meeting with pm Modi

Advertisement
POST A COMMENT