Advertisement

BJP-TMC Clash At KMC: বিজেপি নেতার বাড়িতে বুলডোজার, পুরসভায় হাতাহাতি কাউন্সিলরদের

তৃণমূল-বিজেপি হাতাহাতি, ধুন্ধুমার কলকাতা পুরসভায়। বিজেপির অভিযোগ, পুরসভা শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এরই প্রতিবাদে শনিবার পুরসভায় বিক্ষোভ দেখাতে জড় হয়েছিলেন বিজেপির কাউন্সিলরেরা। বিক্ষোভের পর তাঁরা কলকাতা পুরসভার ভেতরেই সাংবাদিক বৈঠক শুরু করেন। সেখানেই নাকি হাজির হন তৃণমূল কাউন্সিলররা। এরপরই শুরু হয় বচসা থেকে হাতাহাতি। সেখানেই এক বিজেপি নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদেরকে ধাক্কাধাক্কি করেন বলে তৃণমূলের অভিযোগ। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, “তৃণমূলের ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদ করেছিলেন সুনীল সিং। সেকারণেই ওর দোকানও বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমার তারই প্রতিবাদ করতে এসেছিলাম।”

Advertisement
POST A COMMENT