scorecardresearch
 

Anubrata Mondal at Alipore Command Hospital: জেরার আগে স্বাস্থ্য পরীক্ষা, কম্যান্ড হাসপাতালে যখন অনুব্রত, দেখুন

Anubrata Mondal at Alipore Command Hospital: জেরার আগে স্বাস্থ্য পরীক্ষা, কম্যান্ড হাসপাতালে যখন অনুব্রত, দেখুন

আলিপুর কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে নিয়ে সিবিআই-এর কনভয় হাসপাতালের পথে রওনা দেয়। পিছনের সিটে বসেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি । সূত্রের খবর, এদিন সকালে শ্বাসকষ্ট হয় তাঁর, আর তারপরই আচমকা সিবিআই সিদ্ধান্ত নেয়, মেডিক্যাল টেস্টের পরই জেরা করা হবে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। হাসপাতালে একটি ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চলছে শারীরিক পরীক্ষা-নীরিক্ষা। মেডিক্যাল বোর্ডে রয়েছে, সার্জন, কার্ডিওলজিস্ট-এর মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা।

Anubrata Mondal at Alipore Command Hospital