Advertisement

Durga Puja 2024: গঙ্গা দূষণ রোধে সামাজিক বার্তা চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা পুজো মণ্ডপে

কলকাতার চেতলা অগ্রণী ক্লাব দুর্গা পূজা। যা মেয়র ফিরহাদ হাকিমের পুজো বলে সবাই জানে। এবার প্যান্ডেলে বারাণসীর আইকনিক ঘাটগুলিতে গঙ্গা আরতি এবং গঙ্গা দূষণের সমস্যা তুলে ধরা হয়েছে। আয়োজকদের বার্তা গঙ্গা দূষিত হলে গোটা সমাজই দূষিত হয়। তাই গঙ্গা নদীর দূষণ সম্পর্কে একটি সামাজিক বার্তাই এবারের পুজোয় থিম ‘গঙ্গাবক্ষে দূষণ’।

Advertisement
POST A COMMENT