Advertisement

Alipore Zoo Chimpanzee: আলিপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে পালাল শিম্পাঞ্জি, তারপর...

আলিপুর চিড়িয়াখানা থেকে আচমকা বেরিয়ে গেল শিম্পাঞ্জি। সোমবার সকালে ওই শিম্পাঞ্জিকে খাবার দিতে গেলে সে বেরিয়ে যায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কিছু ক্ষণের মধ্যেই শিম্পাঞ্জিটিকে বাগে আনেন চিড়িয়াখানার কর্মীরা। তাকে আবার খাঁচায় পোরা হয়। সোমবার সকালে বুড়ি নামে ওই শিম্পাঞ্জিটিকে খাবার দিতে যান চিড়িয়াখানার কর্মীরা। কিন্তু খাঁচার মূল গেট খোলা পেয়ে বুড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এর পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চিড়িয়াখানার কর্মীদের মধ্যে। শিম্পাঞ্জি যাতে একেবারে বাইরে বেরিয়ে যেতে না পারে, সে জন্য চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়।

A Chimpanzee is out from her Cage at Alipore Zoo Today

Advertisement
POST A COMMENT