গতবছর করোনার পরিস্থিতির কারণে উৎসব বাতিল করেছিল বো ব্যারাক রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে এবছর ফের খ্রিস্টমাসের আমেজ এই পাড়ায়। দীর্ঘ পঞ্চাশ বছর পর ফের নতুন রঙ পড়েছে পলেস্তরা খসে পড়া দেওয়ালের গায়ে। ভিড় জমেছে মানুষেরও।
Christmas Celebration at Bow Barracks