সোমবার বিকেলে নবান্নের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে একাধিক বিষয় উঠে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের উদ্দেশে বলেন, 'তোমাদের আমরা অনুরোধ করব, তোমরা তোমাদের সাধ্যমত অনশন করেছ। ভালোই করেছ। এটা তোমাদের গণতান্ত্রিক অধিকার। আমিও ২৬ দিন অনশন করেছি। সরকারের কেউ খোঁজ নিতে আসেনি। আমি প্রতিদিন ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট নিই। তোমরা একবারের জায়গায় দশবার বলো। সেই অধিকার তোমাদের আছে। তোমরা অনশন তুলে নাও। তোমাদের ভবিষ্যত আছে। তোমাদের পরীক্ষা আছে। তোমরা ধর্মঘট ও অনশন থেকে ফিরে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নাও।'