Advertisement

ED Raid in Ballygunge: বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ভোর পর্যন্ত তল্লাশি, উদ্ধার প্রচুর টাকা

বালিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ED) আধিকারিকরা বিপুল পরিমাণ টাকা উদ্ধার করলেন। বালিগঞ্জের একটি বেসরকারি সংস্থার দফতরে সারা রাত তল্লাশি চালিয়ে প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ইডি-র আধিকারিক সূত্রে খবর, ১ কোটি ৪০ লক্ষ নগদ টাকা পাওয়া গিয়েছে ওই দফতর থেকে। সঙ্গে উদ্ধার করা হয়েছে কিছু তথ্যও। ইডি সূত্রে খবর, কয়লা পাচারের টাকা বিক্রম শিখারিয়া নামে ওই ব্যবসায়ীর মাধ্যমে সাদা করা হয়েছে। ইডি সূত্রে আরও খবর এই ব্যবসায়ীর সঙ্গে শাসক দলের দক্ষিণ কলকাতার এক নেতা ও তাঁর ভাইয়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আরও এক ব্যবসায়ী মনজিত্‍ সিং জিত্তার খোঁজও চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, গজরাজ গ্রুপের মালিক এই বিক্রম শিখারিয়া। মোট তিরিশটি কোম্পানি এই গ্রুপের অন্তর্গত। ইডির সন্দেহ, এই কোম্পানিগুলিতে কয়লাপাচারের টাকা ঘুর পথে এসেছে।

Advertisement
POST A COMMENT