২০১৯ সালে কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের অমেঠি থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। ৪ লক্ষের বেশি ভোটে ওয়েনাড়ে জিতেছিলেন রাহুল। হেরেছিলেন অমেঠিতে। এবার কি করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী? অমেঠিতে আবারও প্রার্থী হবেন নাকি শুধু কেরলে ওয়েনাড় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, শুরু হয়েছে জল্পনা। সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের জবাব দিতে জল্পনা উস্কে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, রাহুল গান্ধী বহরমপুর থেকেও প্রার্থী হতে পারেন।